নিজস্ব প্রতিবেদক:
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দেখতে কক্সবাজার যাচ্ছেন। কক্সবাজারে যাওয়ার পথে দুপুরে ফেনীতে যাত্রা বিরতি করবেন। সেখানেই তিনি দুপুরের খাবার খাবেন। ফেনী জেলা বিএনপি জানিয়েছে, বেগম জিয়ার আপ্যায়নে খাবার তালিকায় ৩০ পদের খাবার রয়েছে।
আপ্যায়নের দায়িত্বে থাকা জেলা বিএনপির নেতা আলাল উদ্দিন আলান বলেন, ম্যাডামের খাবারের তালিকায় কই, ইলিশ, পাবদা, চিংড়ি ও কোরাল। সঙ্গে পরশুরামের খণ্ডলের মিষ্টি, সোনাগাজীর চরাঞ্চলের দধি, সন্দেশসহ বিভিন্ন পিঠাপুলি। সাবেক প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কের পাশে অবস্থান নিয়েছে দলীয় নেতা-কর্মীসহ সাধারণ মানুষ।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

