১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৬

২০০ টাকায় মিলবে বিপিএলের টিকিট

নিজস্ব প্রতিবেদক:

আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টিকিট বিক্রি। প্রতিবারের মতো এবারও টিকিট বিক্রির দায়িত্ব পেয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। এছাড়া অনলাইনে টিকিট মিলবে ‘সহজ ডটকম’, ‘সূর্যমুখী ডটকম বিডি’ ও ‘গেজেট বাংলা ডটকমে’।

ঢাকায় টিকিটির সর্বোচ্চ মূল্য ২ হাজার টাকা। এই টাকায় পাওয়া যাবে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট। ক্লাব হাউজ ও ভিআইপি স্ট্যান্ডের টিকিট ৫০০ টাকা করে পাওয়া যাবে। নর্দান স্ট্যান্ড ও সাউদার্ন স্ট্যান্ডের টিকিট ৩০০ টাকা এবং ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট ২০০ টাকায় মিলবে।

সিলেটেও ২ হাজার টাকায় পাওয়া যাবে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট। ক্লাব হাউজ ৫০০ টাকা, গ্রিন হিল এরিয়া ৪০০ টাকা, ওয়েস্টার্ন স্ট্যান্ড ৩০০ টাকা এবং ইস্টার্ন স্ট্যান্ড ২০০ টাকায় পাওয়া যাবে। চট্টগ্রামে গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফটপের টিকিট ২ হাজার টাকা করে। এ ছাড়া ক্লাব হাউজ ৫০০ টাকা, ওয়েস্টার্ন স্ট্যান্ড ৩০০ টাকা ও ইস্টার্ন স্ট্যান্ড ২০০ টাকায় টিকিট বিক্রি হবে। প্রসঙ্গত, ৪ নভেম্বর থেকে শুরু বিপিএল। এবারের আসরের উদ্বোধনী ম্যাচ হবে সিলেটে। প্রথম দিন সুরমা সিক্সার্সের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস। ১২ ডিসেম্বর মিরপুরে হবে প্রতিযোগিতার ফাইনাল।

এদিকে নতুন সময়সূচি অনুযায়ী ঢাকা পর্বে একদিনের বিরতি কমানো হয়েছে। আগের সূচিতে ১৫ ও ১৬ নভেম্বর কোনো ম্যাচ ছিল না। নতুন সূচিতে কেবল ১৬ নভেম্বরেই বিশ্রাম রাখা হয়েছে। সিলেট যুক্ত হওয়ায় দেশের তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের বিপিএল। বাকি ভেন্যু দুটি হচ্ছে ঢাকা ও চট্টগ্রাম। ৩১ অক্টোবর জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বিপিএলের পর্দা ওঠার কথা ছিল। তবে বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়।

দৈনিক দেশজনতা /এমএইচ

 

প্রকাশ :অক্টোবর ২৮, ২০১৭ ৩:২১ অপরাহ্ণ