১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১২

বিসিএস কম্পিউটার সিটিতে ফ্রি ওয়াইফাই

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটিতে আজ থেকে বিনামূল্যে ওয়াইফাই নেটওয়ার্ক বিস্তৃত করেছে। তথ্যপ্রযুক্তিপণ্যের ক্রেতা ও বিক্রেতারা এই ওয়াইফাই সুবিধা পাবেন। শনিবার বিসিএস কম্পিউটার সিটিতে এই ওয়াইফাই নেটওয়ার্কের উদ্বোধন করেন বিসিএস কম্পিউটার সমিতির সাবেক সভাপতি ও রায়ান্স কম্পিউটারের চেয়ারম্যান আহমেদ হাসান জুয়েল।

এ সময় উপস্থিত ছিলেন বর্তমান সভাপতি মুসা কামাল মিহির, ব্যত্রিক্রম সদস্য সচিব সফকাতুল বদর, ভাইস প্রেসিডেন্ট আফছানা আফরোজ, কোষাধক্ষ মোস্তাফিজুর রহমান, উপদেষ্টা মুজিবুর রহমান স্বপনসহ প্রমুখ। আহমেদ হাসান জুয়েল বলেন, দীর্ঘদিন ধরে এই মার্কেটে ওয়াইফাই পরিষেবা দেয়ার পরিকল্পনা ছিল আজ সেটি উদ্বোধন করা হলো। আমরা চাই নিরবিচ্ছিন্নভাবে এই সেবা চালু রাখতে।

মুসা কামাল মিহির বলেন, রবিবার ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মার্কেটে আগত ক্রেতা দর্শনার্থী ও বিক্রেতারা মোবাইল নম্বর দিয়ে লগইন করে বিনামূল্যে ‘অন দ্য গো’ ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তবে একজন ব্যবহারকারী এক ঘণ্টা ব্যবহার করার পর স্বয়ংক্রিয়ভাবে নিটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। এক ঘণ্টা বিরতি দিয়ে ফের ওয়াইফাই নেটওর্কে প্রবেশ করা যাবে।

মুজিবুর রহমান স্বপন জানান, ইন্টার ক্লাউড নামের একটি প্রতিষ্ঠান এই মার্কেটে ওয়াইফাই নেটওয়ার্ক বিস্তৃত করার দায়িত্ব দেয়া হয়েছে। প্রতিষ্ঠানটির চিফ টেকনিক্যাল অফিসার তানভির এসানুর রহমান জানান, বিনামূল্যের এই ওয়াইফাই ইন্টারনেটের মাধ্যমে আনলিমিটেড ব্রাউজিং ও ডাউনলোড করার সুযোগ রয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

 

প্রকাশ :অক্টোবর ২৮, ২০১৭ ২:৪৪ অপরাহ্ণ