২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:০০

পাকিস্তানে মেট্রো তৈরি করবে চীন!

অনলাইন ডেস্ক

পাকিস্তানের সরবরাহ ব্যবস্থা আরও মসৃণ করতে কোমর বেঁধে নামল চীন। পাকিস্তানের জন্য মেট্রো তৈরির কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে চীন।

সূত্রের খবর, সোমবার মধ্য চীনের হুনান সীমান্তে এই মেট্রো তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। এই মেট্রোতে থাকবে পাঁচটি কামরা। এটি ২৫.৫৮কিলোমিটার লম্বা লাহোর মেট্রোর জন্য তৈরি করা হচ্ছে৷ কর্পোরেশন ইঞ্জিনিয়ারের মতে, পাকিস্তানের উচ্চ তাপমাত্রার কথা মাথায় রেখে জ্বালানি বাঁচাতে, এই মেট্রো হবে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। এই মেট্রোতে পাকিস্তানের জাতীয় ফুল এবং বাদশাহী মসজিদের গম্বুজের আকার আঁকা থাকবে৷ আগামী জুলাইয়ে এগুলি পাকিস্তানের হাতে তুলে দেওয়া হবে। বাকি ২৬টি গাড়ি বছরের শেষে দেওয়া হবে বলে জানা গিয়েছে। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর।

n/h =ddj

প্রকাশ :মে ১৬, ২০১৭ ৩:২৯ অপরাহ্ণ