১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৭

ভারতে সড়ক দুর্ঘটনায় মিয়ানমারের কনসাল জেনারেল নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

বুদ্ধগয়ায় দর্শন সেরে গাড়িতে কলকাতা ফেরার পথে গিরিডির কাছে জি টি রোডে এক ভয়াবহ দুর্ঘটনায় কলকাতায় নিযুক্ত মিয়ানমারের কনসাল-জেনারেল পোই সোইয়ের মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৪৯। দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন তার স্ত্রী নিও আও। তাকে রাঁচীর বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ ছাড়া হাসপাতালে ভর্তি তার পিএ ও গাড়ির চালকও। আনন্দবাজারের খবরে বলা হয়েছে, শুক্রবার সকাল ১০টা নাগাদ ঝাড়খণ্ডের গিরিডি জেলার নিমিয়াঘাট থানা এলাকায়, জি টি রোড ধরে কলকাতার দিকে আসছিল কনসাল-জেনারেলের গাড়িটি। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, দ্রুত গতিতেই আসছিল গাড়িটি। তার সামনে একটি মোটরবাইক আরও দ্রুত গতিতে আসছিল। আচমকাই বাইকটি ব্রেক কষে। গাড়ির চালক দুর্ঘটনা এড়াতে গিয়ে পাশের ‘আপ লেন’-এ চলে আসেন। এ সময় কলকাতার দিক থেকে আসা একটি দ্রুত গতির মালবোঝাই ট্রাক গাড়িটির বামদিকে সজোরে ধাক্কা মারে। পেছনের আসনের বামদিকেই বসেছিলেন কনসাল-জেনারেল। তার পাশে ছিলেন তার স্ত্রী। সামনে চালক বিপিন সিংহের পাশে বসেছিলেন পিএ, তিন তুয়াং। স্থানীয় বাসিন্দা ও পুলিশ কর্মীরা এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে চারজনকে উদ্ধার করে।
গিরিডির এসপি অখিলেশ সিংহ ভেরিয়ার বলেন, ‘কনসাল-জেনারেলকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকিদের সঙ্গে সঙ্গেই রাঁচীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তির জন্য পাঠানো হয়েছে।’ বিদেশি কূটনীতিকের গাড়িটির জন্য কোনও পাইলট ব্যবস্থা কেন ছিল না, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। এসপি-র বক্তব্য, ‘আমাদের কাছে ওঁর যাওয়া-আসার ব্যাপারে আগাম কোনও খবরই ছিল না। খবর থাকলে আমরা নিশ্চয়ই পাইলট কার ও পর্যাপ্ত পুলিশ প্রহরার ব্যবস্থা করতাম।’ রাঁচীতে রাজ্য প্রশাসনের এক কর্তার বক্তব্য, কনসাল-জেনারেল যে ঝাড়খণ্ডের ওপর দিয়ে যাওয়া-আসা করবেন তার কোনও খবর রাজ্যের কাছেও ছিল না।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্রের বক্তব্য, সাধারণভাবে বিদেশি কূটনীতিকরা কোনও রাজ্যে গেলে বা কোনও রাজ্যের ওপর দিয়ে যাতায়াত করলে তা আগাম সংশ্লিষ্ট সরকারকে জানাতে হয়। এ ক্ষেত্রে কলকাতার কনসাল-জেনারেলের অফিস থেকেই এই খবর পাঠানোর কথা। এই খবরের ভিত্তিতেই কূটনীতিকদের নিরাপত্তা, পাইলটের ব্যবস্থা করার দায়িত্ব সেই সেই রাজ্যে প্রশাসনের। মন্ত্রণালয়ের সূত্রটি জানান, তারা দুর্ঘটনার বিষয়ে ঝাড়খণ্ড সরকারের কাছ থেকে বিশদ রিপোর্ট চেয়ে পাঠান। নিরাপত্তার গাফিলতি কেন, তাও দেখা হচ্ছে। এ নিয়ে বিহার সরকার ও ঝাড়খণ্ড সরকারের বক্তব্য জানতে চাওয়া হবে।
কনসাল-জেনারেলের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী রঘুবর দাস। তিনি বলেন, ‘দুঃখজনক ঘটনা। ওঁর আত্মার শান্তি কামনা করছি।’ এ ছাড়া নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রভীশ কুমার এই ঘটনায় দুঃখ প্রকাশ করে জানান, তারা মিয়ানমার দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখেছেন। ভারত সরকার প্রয়োজনীয় সব রকম সাহায্যের ব্যবস্থা করছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ২৮, ২০১৭ ১২:০০ অপরাহ্ণ