দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:
দুবাইতে সম্পত্তি কেনার হিড়িকে ফের সবার উপরে ভারতীয়রা। ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৭ সালের জুন মাস পর্যন্ত দুবাইতে ৪২,০০০ কোটি টাকার সম্পত্তি কিনেছেন ভারতীয়রা। দুবাই জমি দফতরের এই হিসেবই বলছে সেখানে রিয়েল এস্টেটে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে শীর্ষে রয়েছেন ভারতীয়রাই। ভারতীয়রা ২০১৪ সালের থেকে ১২,০০০ কোটি টাকার বেশি সম্পত্তি করেছে এই সময়কালে। সে বছর ভারতীয় ক্রেতাদের বিনিয়োগের পরিমাণ ছিল ৩০,০০০ কোটি টাকা।
দুবাই প্রপার্টি শো একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, বহু বছর ধরে ভারতীয়রা দুই রিয়েল এস্টেটের ধারাবাহিক ভালো ক্রেতা। দুবাই প্রপার্টি শো-এর তৃতীয় প্রদর্শনীটি মুম্বাইয়ের বান্দ্রা-কুর্লা কমপ্লেক্সে শুরু হচ্ছে ৩ নভেম্বর। প্রদর্শনী চলবে ৫ নভেম্বর পর্যন্ত।
দৈনিকদেশজনতা/ আই সি