২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৪৯

জাতীয় পার্টির কর্মী নেই, প্রার্থীও নেই: এরশাদ

নিজস্ব প্রতিবেদক: (ঢাকা, ১৬ মে)
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, ইভিএম আসুক, আর যা-ই আসুক; গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি না হলে সুষ্ঠু নির্বাচন হতে পারে না, হওয়া সম্ভব নয়। আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে ইমানুয়েল কনভেনশন সেন্টারে জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
এরশাদ বলেন, সমাজে অস্থিরতা রয়েছে, প্রতিকূলতা রয়েছে। আমরা যথাযথ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে পারিনি। তবে আগামীতে সুষ্ঠু নির্বাচনের স্বার্থেই যথাযথ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হওয়া প্রয়োজন। এজন্য আমাদের সবাইকে আন্তরিক হতে হবে। তিনি বলেন, আগামী নির্বাচনে বড় জোট নিয়ে জাতীয় পার্টির অংশ নেয়ার পরিকল্পনা রয়েছে। ৫৮ দলের জোট প্রসঙ্গে বলেন, আমাদের জোট নিয়ে অনেক সমালোচনা যেমন হয়েছে। আলোচনাও হয়েছে। তবে অনেকে আশান্বিতও হয়েছে। বর্তমানে ৫৮টি দল আছে, সামনে আরও দল অন্তর্ভুক্ত হবে। সবাইকে ডাকব, সবার সঙ্গে মিটিং করব। আমরা দেখিয়ে দেব আমাদের শক্তি আছে। তবে সমস্যা হলো, আমাদের প্রার্থী নাই, কর্মী নাই। এই মুহূর্তে আমাদের প্রয়োজন প্রার্থী সৃষ্টি করা, কর্মী সৃষ্টি করা। এই বয়সে আমি সারা দেশে ঘুরে ঘুরে জাতীয় পার্টিকে সংগঠিত করছি, তোমরাও সক্রিয় হও।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার, ঢাকা উত্তরের সভাপতি ও কেন্দ্রীয় সভাপতিম-লীর সদস্য এস এম ফয়সাল চিশতী, সভাপতিম-লীর সদস্য ফখরুল ইমাম ও সাইফুদ্দিন আহমেদ মিলন প্রমুখ।
দৈনিক দেশজনতা/এমএম

সময়: ২০:১৬

প্রকাশ :মে ১৬, ২০১৭ ৩:১২ অপরাহ্ণ