১৩ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৬:১৪

ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাতে গণঅভ্যুত্থানের বিকল্প নাই: মির্জা আলমগীর

নিজস্ব প্রতিবেদক:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাতে গণঅভ্যুত্থানের কোন বিকল্প নাই।বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া সমাজের সুষ্ঠু বিকাশ সম্ভব নয়। ভোট ও গণতন্ত্রের অধিকার রক্ষা করতে সংগ্রাম চালিয়ে যেতে হবে। কারো দয়ায় আমরা স্বাধীনতা অর্জন করিনি। আন্দোলন সংগ্রাম করে এটিকে রক্ষা করতে হবে।
পরিশেষে বিএনপি মহাসচিব বলেন, সরকার আমাদের দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করে ফেলছে। তাই আজকে ভালো কিছু আশা করা যায় না।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :অক্টোবর ২৬, ২০১৭ ৭:২৯ অপরাহ্ণ