১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৯

ধানমন্ডিতে রাজউকের উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক:

আবাসিক ভবনের বাণিজ্যিক ব্যবহার বন্ধ এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে বৃহস্পতিবার ধানমন্ডিতে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

ধানমন্ডির ৫ নম্বর রাস্তার পাশে বাণিজ্যিক ব্যবহারের অনুমোদন নিয়ে হাসপাতাল পরিচালনা এবং ছয় তলার পরিবর্তে সাত তলা ভবন নির্মাণ করায় হারুন আই হসপিটালকে ২ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

একই রাস্তার ১২ নম্বর হোল্ডিংয়ে ভবনের বেজমেন্টের (ভূ-তল) অবৈধ স্থাপনা অপসারণ করে পার্কিংয়ের জায়গা উন্মুক্ত করা হয়। ভবনটির বেজমেন্ট গোডাউন হিসেবে ব্যবহৃত হচ্ছিল। সাত নম্বর রাস্তার ‘অর্চাড পয়েন্ট’ ভবনটি শুধু শো-রুমের ব্যবহারের জন্য অনুমোদন নিয়ে রেস্টুরেন্ট, অফিস ও বিভিন্ন বাণিজ্যিক দোকান পরিচালনা করার অভিযোগে ভবনের মালিককে আগমী তিন দিনের মধ্যে ভবনের নকশা দেখতে নির্দেশ দেন নিবহী ম্যাজিস্ট্রেট।

উচ্ছেদ কার্যক্রমে রাজউক এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসির হোসেন, জোন-৫ (ধানমন্ডি , লালবাগ) এর পরিচালক শাহ আলম চৌধুরী, অথরাইজড অফিসার আশীষ কুমার সাহা, সহকারী অথরাইজড অফিসার জোটন দেবনাথ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অন্যান্য সেবাদানকারী সংস্থা সহায়তা প্রদান করে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :অক্টোবর ২৬, ২০১৭ ৭:০২ অপরাহ্ণ