১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৯

নাসার ইনোভেটর অব দি ইয়ার বাংলাদেশি মাহমুদা

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (নাসা) ইনোভেটর অব দি ইয়ার মনোনীত হয়েছেন বাংলাদেশি মাহমুদা সুলতানা। তিনি নাসায় কর্মরত সবচেয়ে কনিষ্ঠ নারী বলে জানিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা। গ্রাফিন (এক ধরনের পারমাণবিক স্কেল) নিয়ে সৃজনশীলতার স্বাক্ষর রাখায় মাহমুদাকে ২০১৭ সালের ‘গডার্ডস এফওয়াইসেভেন্টিন আইআরএডি ইনোভেটর অব দি ইয়ার’ হিসেবে মনোনীত করে নাসা।
নাসার গডার্ডের প্রধান কর্মকর্তা পিটার হিউজেস বলেন, এ বছর মাহমুদা সুলতানার মতো মেধাবীকে ‘ইনভেন্টর অব দ্য ইয়ার’-এ মনোনীত করতে পেরে আমরা গর্বিত। তিনি আরও বলেন, মাহমুদা নাসার যে কয়েকটি কাজে অংশ নিয়েছেন, তার সবকটিতেই অসাধারণ সৃজনশীলতার পরিচয় দিয়েছেন। আমরা আশা করছি, চমৎকার নৈপুণ্যের কারণে শিগগিরই মাহমুদা নাসার একজন ন্যানো-টেকনোলজি বিশেষজ্ঞ হয়ে উঠবেন।
উল্লেখ্য, বাংলাদেশি তরুণী মাহমুদা সুলতানা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সাউদার্ন ইউনিভার্সিটির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চতর শিক্ষা নেন। এর পর তিনি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর পিএইচডি ডিগ্রি লাভ করেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ২৬, ২০১৭ ৫:৩৮ অপরাহ্ণ