২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:৩৯

এইচএসসি ভর্তির নীতিমালা কেন অবৈধ নয়: হাইকোর্ট

দেশজনতা ডেস্ক :

২০১৭ সালের এইচএসসি ভর্তির নীতিমালা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

এ ছাড়া রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ নিজস্ব পদ্ধতিতে এইচএসসি ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থী ভর্তি করতে পারবে বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ।

এর আগে সোমবার ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ফলাফলের ভিত্তিতে উচ্চ মাধ্যমিকে ভর্তির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা সার্কুলার রাজধানীর হলিক্রস, নটরডেম ও সেন্ট জোসেফ কলেজের ক্ষেত্রে ছয় মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। ভর্তি পরীক্ষার মাধ্যমেই রাজধানীর হলিক্রস, নটরডেম ও সেন্ট জোসেফ কলেজ উচ্চ মাধ্যমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা চেয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ওই আদেশ দেন।

দৈনিক দেশজনতা/এমএইচ

প্রকাশ :মে ১৬, ২০১৭ ২:৩৪ অপরাহ্ণ