২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৯
Hasan Ali (C) of Pakistan celebrates with teammates after dismissing Sadeera Samarawickrama of Sri Lanka during the third one day international (ODI) cricket match between Sri Lanka and Pakistan at Sharjah Cricket Stadium in Sharjah on October 20, 2017. / AFP PHOTO / KARIM SAHIB

জয়ের ধারা অব্যাহত রাখতে চায় পাকিস্তান

স্পোর্টস ডেস্ক:

আরব আমিরাতে পাকিস্তান-শ্রীলঙ্কার দ্বৈরথে ক্রিকেটের দুই রূপ দেখেছে বিশ্ব। প্রথমে শ্রীলঙ্কা টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে পাকিস্তানকে। এরপর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে তারা হোয়াইটওয়াশ হয় পাকিস্তানের কাছে। বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজেও এই সাফল্য সরফরাজ আহমেদরা ধরে রাখতে চান। সীমিত ওভারের ক্রিকেটেও সাম্প্রতিক পারফরম্যান্স এবং র‍্যাঙ্কিংয়ের দুই নম্বর দল পাকিস্তানই যে ফেভারিট তা সহজেই অনুমেয়।

শুধু দুই দলের পারফরম্যান্সই নয়, মাঠের বাইরের কিছু ঘটনার জন্য আলোচিত এই সিরিজটি। ২৬ ও ২৭ অক্টোবর প্রথম দুটি ম্যাচ আবু ধাবিতে হলেও শেষ ম্যাচটি হবে লাহোরে। ৮ বছর পর এই ম্যাচটি দিয়ে পাকিস্তানে কোন দেশ আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছে। ২০০৯ সালে শ্রীলঙ্কা দলের উপর সন্ত্রাসী হামলার পর তারাই প্রথম দেশ হিসেবে পাকিস্তান সফরে যাচ্ছে। সীমিত ওভারে নিয়মিত লঙ্কান অধিনায়ক উপুল থারাঙ্গা সহ পাঁচ ক্রিকেটার যেতে রাজি ছিলেন না। তাই তাদের বাদ দিয়েই সিরিজের দল ঘোষণা করা হয়। অধিনায়ক হিসেবে আছেন অলরাউন্ডার থিসারা পেরেরা। তবুও শ্রীলঙ্কাকে খর্বশক্তির দল ভাবছেন না পাকিস্তানি অধিনায়ক সরফরাজ আহমেদ, ‘ওয়ানডে সিরিজ জয় আমাদের পরিতৃপ্তি দিয়েছে। আমরা জয়ের ধারা ধরে রাখতে চাই। তবে নিশ্চিতভাবেই শ্রীলঙ্কাকে হালকাভাবে নিচ্ছি না।’ মূল ক্রিকেটাররা দলে না থাকা লঙ্কানদের জন্য খুব বেশি চিন্তার হবে না, ‘হয়ত তাদের দলে এখন বড় খেলোয়াড় নেই। কিন্তু এই ক্রিকেটাররাই আগে খেলেছেন  এবং ভালো করেছেন। টি-টুয়েন্টিতে কোন দলই দুর্বল না। তাই আমাদের সেরা খেলাটাই খেলতে হবে।’

অধিনায়কের দায়িত্ব পেয়ে ভাল কিছু করতে চান শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত অধিনায়ক পেরেরা, ‘দলের নেতৃত্ব দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমার স্বপ্ন পূরণ হয়েছে। আশা করি দল এই সিরিজে ভাল কিছু করবে।’ সর্বশেষ ১১ ম্যাচের ৯টিই জিতেছে সরফরাজের পাকিস্তান দল। আবার ইনজুরি কাটিয়ে এই সিরিজে দলে ফিরেছেন বাঁহাতি পেসার মোহাম্মদ আমির। এবছর শ্রীলঙ্কার টি-টুয়েন্টিতে পারফরম্যান্সও খারাপ না। ৯ ম্যাচে ৫টি জয়, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয়। তারা ওয়ানডে সিরিজের ভগ্নদশা কাটিয়ে উঠলে একটি উপভোগ্য দ্বৈরথই উপহার পাবেন ক্রিকেটপ্রেমিরা। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টায় আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টি-টুয়েন্টি। ২৭ তারিখে একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দল দুটি।

পাকিস্তান দল : সরফরাজ আহমেদ (অধিনায়ক), ফখর জামান, আহমেদ শেহজাদ, বাবর আজম, শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, মোহাম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফ, হাসান আলি, আমির ইয়ামিন, মোহাম্মদ আমির, উসমান আমিন, উসমান শিনওয়ারি।

শ্রীলঙ্কা দল : থিসারা পেরেরা (অধিনায়ক), দিলশান মুনারাবিরা, ধানুশকা গুনথালিকা, সাদিরা সামারাবিক্রম, আশান প্রিয়ঞ্জন, মাহেলা উদয়াত্তে, দাসুন শানাকা, মিনোদ ভানুকা, সচিথ পাথিরানা, বিকুম সঞ্জয়, লাহিরু গামাগে, সেকুগে প্রসন্ন, বিশ্ব ফারনান্দো, ইসুরু উদানা, জেফ্রি ভেনডারসে, চতুরঙ্গ ডি সিলভা।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ২৬, ২০১৭ ৩:৪৩ অপরাহ্ণ