১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৭

আগ্রায় সুইস পর্যটকের উপর হামলা

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের আগ্রার কাছে ফতেপুর সিক্রিতে সুইজারল্যান্ড থেকে আসা এক পর্যটক জুটির ওপর হামলার ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার জানায়, গেল রোববার তাজমহল দেখে ফেরার পথে একদল দুষ্কৃতিকারী তাদের ওপর হামলা চালায়। এসময় দুষ্কৃতিকারীরা তাদের লক্ষ্য করে লাঠি ও পাথর নিক্ষেপ করে। হামলায় দু’জনই গুরুতর আহত হন। প্রতিবেদনে বলা হয়, সুইস নাগরিক কুয়েন্টিন জেরেমি ক্লার্কের মাথায় আঘাত লেগেছে। এর কারণে আংশিক শ্রবণজনিত সমস্যার শিকার হয়েছেন তিনি। জেরেমির অবস্থার অবনতি হওয়ায় তাকে দিল্লির বেসরকারি অ্যাপোলো হাসপাতালে চিকিত্সার জন্য নিয়ে আসা হয়েছে।

এক চিকিত্সক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, জেরেমির মাথার খুলিতে চিড় ধরেছে এবং মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে। তার কানের একটি স্নায়ুও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ উত্তরপ্রদেশ সরকারের কাছে রিপোর্ট চেয়েছেন।  পুলিশ জানিয়েছে, এরই মধ্যে ঘটনায় জড়িত চার হামলাকারীর মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগে বলা হয়, জেরেমি ও তার বান্ধবী মেরি ড্রোক্সজ সুইজারল্যান্ডের ল্যুসান থেকে গত ৩০ সেপ্টেম্বর ভারতের আগ্রায় আসেন। তাদের দুজনেরই বয়স ২৪ বছর। তাজমহল দেখে ফেরার পথে তাদের পিছু নেয় চার দুষ্কৃতিকারী। এসময় তাদের লক্ষ্য করে বিভিন্ন ধরনের মন্তব্য করতে থাকে। অভিযোগে আরও বলা হয়, ইচ্ছাকৃতভাবে তারা জেরেমি ও মেরির সঙ্গে বচসা বাঁধানোর  চেষ্টা করে। একটা সময় তারা জোর করে সেলফিও তোলে।

জেরেমি জানিয়েছেন, প্রায় এক ঘন্টা তাদের পিছু ধাওয়া করে দুষ্কৃতীরা। নিষেধ করা সত্ত্বেও তাদের ছবি তুলতে থাকে। সহ্যের সীমা ছাড়ালে জেরেমি তাদের বাধা দেয়। এসময় তার ওপর লাঠি ও পাথর নিয়ে ঝাঁপিয়ে পড়ে দুষ্কৃতিকারীরা। এমন অবস্থায় তাকে বাঁচাতে ছুটে আসেন মেরি। তাকেও হামরাকারীরা ধাক্কা মেরে ফেলে দেয়। এতে মেরির হাতের হাড়ে চিড় ধরে। মেরির চিত্কারে লোকজন ছুটে আসলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। পরে আহত সুইস জুটিকে স্থানীয়রাই হাসপাতালে নিয়ে যান। পুলিশ জানিয়েছে, প্রথমদিকে পর্যটকেরা থানায় অভিযোগ দায়ের করতে চাননি। তবে পরবর্তীতে পুলিশেরই পরামর্শে তারা অপরাধীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে অভিযান চালিয়ে এক জনকে গ্রেফতার করা হয়।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ২৬, ২০১৭ ২:৫৪ অপরাহ্ণ