১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫২

পাবনা সুগার মিল শ্রমিক-কর্মচারীদের মিছিল-সমাবেশ

শিল্প ও বাণিজ্য ডেস্ক:

দাবি বাস্তবায়নে গেইট মিটিং, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাবনা সুগার মিল শ্রমিক-কর্মচারীরা। বৃহস্পতিবার সকালে মিলের প্রধান ফটকে এ সমাবেশ করেন তারা। এ সময় প্রায় আড়াই ঘণ্টা কর্মবিরতি পালন করা হয়।

১৯ দফা বাস্তবায়নের দাবিতে সেক্টর কর্পোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশন সমন্বয় পরিষদ এর কর্মসূচির অংশ হিসাবে ২০১৫ সালের ১ জুলাই থেকে জাতীয় মজুরী স্কেল ঘোষণার দাবিতে তারা এ সমাবেশ পালন করে। এর আগে একটি বিক্ষোভ মিছিল কারখানার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, কোনো আইন বুঝি না, কাগজ বুঝি না, যেদিকে নিয়ে যাবেন সেদিকে যাব তবে হিস্যা চাই। ২০১৫ এর সুপারিশ অনুযায়ী আমাদের প্রত্যাশিত জাতীয় মজুরি স্কেল ঘোষণার দাবি জানাচ্ছি। জমি কতটুকু দেবেন? আমরা আখ লাগাব। মিলের পরিচালক মাহবুবুর রহমান এ কোনো অযৌক্তিক কোনো নিয়ম মানব না।

এ সময় পাবনা সুগার মিলের ওয়ার্কার্স ইউনিয়নের শ্রমিক-কর্মচারীরা মিল পরিচালক মাহবুবুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন। পাবনা সুগার মিলের ওয়াকার্স ইউনিয়নের সভাপতি ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান উজ্জ্বলের পরিচালনায় শ্রমিক-কর্মচারীদের মধ্যে সমাবেশে আরিফুর রহমান আরিফ, সাজেদুল ইসলাম শাহিন, রবিউল ইসলাম রবি, মঞ্জুরুল ইসলাম, আনোয়ার হোসেন, আবু তাহের তালুকদার, মনিরুল ইসলাম, এস্কেন্দার আলী, রমজান আলী প্রমুখ বক্তব্য রাখেন।

প্রকাশ :অক্টোবর ২৬, ২০১৭ ১:১৩ অপরাহ্ণ