১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০১

সাতক্ষীরায় ৫৯ ভরি স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

নিজস্ব প্রতিবেদক:

সাতক্ষীরার দেবহাটা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে প্রায় ৫৯ ভরি স্বর্ণসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। বুধবার রাতে দেবহাটা উপজেলার কোমরপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটক ভারতীয় নাগরিকের নাম শরিফুল ঢালী। তিনি ভারতের উত্তর চব্বিশপরগনা জেলার হরিহরনগর সোলাদানা গ্রামের মৃত করিম ঢালীর ছেলে।

বিজিবি জানায়, দেবহাটা উপজেলার কোমপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কোমরপুর বিওপির টহলরত বিজিবি সদস্যরা সীমান্ত নদী ইছামতিতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে আনুমানিক ৫৯ ভরি স্বর্ণ উক্ত ভারতীয় নাগরিককে আটক করা হয়। বাংলাদেশি সাবানের মধ্যে লুকিয়ে তিনি এই স্বর্ণ ভারতে পাচার করছিলেন।

কোমরপুর বিওপির ক্যাম্প কমান্ডার হাবিলদার আসাদুজ্জামান স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটকের বিষিয়টি নিশ্চিত করলেও কী পরিমাণ স্বর্ণসহ তাকে আটক করা হয়েছে সেটি তিনি জানাতে অপরাগতা প্রকাশ করেন।

তিনি আরও জানান, জব্দকৃত স্বর্ণ ওজন দেয়ার পর আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হবে।

প্রকাশ :অক্টোবর ২৬, ২০১৭ ১১:০৮ পূর্বাহ্ণ