২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৩৯

সাতক্ষীরা সীমান্তে ২১জনকে আটক করেছে বিজিবি

সাতক্ষীরা প্রতিবেদক:
অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে আসার সময় সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে নারী, পুরুষ ও শিশুসহ ২১জনকে আটক করেছে বিজিবি। তারা সবাই বাংলাদেশী। বুধবার সকাল আটটার দিকে তাদের আটক করা হয়।
তারা জানান, তারা সবাই বাংলাদেশী নাগরিক। কেউ চিকিৎসা নিয়ে, আবার কেউ কাজ করে অবৈধপথে দেশে ফেরার সময় বিজিবি সদস্যরা তাদের আটক করে। তাদের মধ্যে ছয়জন নারী, ১০জন পুরুষ ও পাঁচজন শিশু রয়েছে।
বিজিবির তলুইগাছা বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার মিজানুর রহমান জানান, গোপালগঞ্জ, নড়াইল ও যশোরের বিভিন্ন গ্রামের ২১জন ছয়মাস আগে ভারতে যান। বুধবার সকালে তারা সীমান্ত পেরিয়ে তলুইগাছা বাজারে আসেন। এসময় অনুপ্রবেশের দায়ে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করেন। পরে তাদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ওসি মারুফ আহম্মেদ জানান, এ ঘটনায় তলুইগাছা নায়েব সুবেদার মিজানুর রহমান বাদী হয়ে মামলা করেছেন। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :অক্টোবর ২৫, ২০১৭ ৮:৪২ অপরাহ্ণ