২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:০১

ছয় রোহিঙ্গাকে বাংলাদেশের সীমান্তে ঠেলে দেয় বিএসএফ

মেহেরপুর প্রতিনিধি:

দুই সপ্তাহ আগে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে স্ত্রী ও চার সন্তানসহ ভারতে আশ্রয় নেন আব্দুল গণি। কিন্তু বিএসএফ তাদের আটক করে কাটাতারের বেড়া পার করে বাংলাদেশের সীমান্তের দিকে ঠেলে দেয়। এরপর বুধবার ভোরে মেহেরপুরের মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করে। পরে কেদারগঞ্জ বাজার অবস্থান করার সময় ৬ সদস্যসহ পরিবারটিকে আটক করে পুলিশ। তবে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি বিজিবি। আটকৃতরা হলেন- মিয়ানমারের নিমেরনাই থানার শিকদার পাড়া গ্রামের মৃত আলী আহম্মেদ ওয়ালিজের ছেলে আব্দুল গণি (৩০), তার স্ত্রী সালেমা খাতুন (২৭), তাদের সন্তান জাহাঙ্গীর আলম (১০), নূর হালিমা (৬), সাইফুল ইসলাম (৩) ও তসলিমা খাতুন (১০ মাস)।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, পরিবারটি নাজিরাকোনা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে, দেশের অন্য কোথায় যাওয়ার জন্য কেদারগঞ্জ বাজারে অবস্থান করছিল। খবর পেয়ে তাদের আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। এদিকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের বিষয়ে নাজিরাকোনা বিজিবি ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার হাবিলদার সিরাজুল ইসলাম বলেন, এ ধরণের কোনো ঘটনা তাদের জানা নেই।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ২৫, ২০১৭ ৪:৫৮ অপরাহ্ণ