১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২০

স্বামীর ইচ্ছাতেই ডিভোর্স হচ্ছে প্রসূনের

নিজস্ব প্রতিবেদক:

শোবিজ জগতে ডিভোর্স যেন মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। গত দশ মাসে ঘর ভেঙেছে প্রায় এক ডজন তারকার। অভিনেত্রী নোভার সঙ্গে তার স্বামী নাট্যকার রায়হান খানের ডিভোর্স হয়েছে পনের দিনও হয়নি। এরই মধ্যে সামনে এলো ঘর ভাঙার নয়া খবর। এবার যার সংসার ভাঙছে তিনি ২০১২ এর ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার প্রথম রানারআপ প্রসূন আজাদ। বর্তমানে নাট্যজগতেও যিনি সুপরিচিত।

তবে তার ডিভোর্সের খবরটা অন্যগুলো থেকে একটু ব্যতিক্রম। কেননা, প্রসূনের বিয়ের খবর জানেন না অভিনয় জগতের কেউই। এমনকি কোনও সংবাদমাধ্যমেও সে খবর আসেনি। অথচ বিয়ের খবর প্রকাশের আগেই প্রকাশ পেল তার ডিভোর্সের খবর। মঙ্গলবার গণমাধ্যমে তাদের ডিভোর্সের খবর জানান অভিনেত্রী প্রসূন নিজেই। আগামী বছরের ফেব্রুয়ারিতে তা কার্যকর হবে বলেও জানান তিনি।

ডিভোর্স সম্পর্কে প্রসূন বলেন, ‘বিবাহবিচ্ছেদ ঘটতে যাচ্ছে সানের ইচ্ছায়। সে যদি ডিভোর্স দিয়ে ভালো থাকে, সেখানে আমার কিছু বলার নেই। তবে এখনো সিদ্ধান্ত বদলের সময় আছে। যদি সে সিদ্ধান্ত পাল্টায়, আমি অনেক খুশি হবো।’

তিনি আরও বলেন, ‘নিজেকে নিয়ে নয়, আমি আমার পরিবার নিয়ে চিন্তিত। জানি না সংবাদটা মা-বাবা কীভাবে নেবেন। ব্যক্তিগত সম্পর্কগুলো অনেক স্পর্শকাতর। আমি চাই না এমন কিছু ঘটুক, যা আমার মা-বাবা-ভাইকে কষ্ট দেবে।’

প্রসূনের দেয়া ভাষ্য থেকে জানা যায়, ২০১৬ সালের ১৯ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার সিডনিতে অস্ট্রেলিয়াপ্রবাসী মোহাইমিন সানের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ে করেছিলেন পরিবারকে না জানিয়ে। সম্পর্কে তারা কাজিন। অনেক দিন প্রেম করেছেন। বিয়ের আগে এবং পরে অনেক দিনই স্বামীর সঙ্গে সিডনিতেই ছিলেন প্রসূন। সে সময়ও বিয়ের খবর সংবাদমাধ্যমকে জানাননি তিনি।

‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে প্রসূন ঢুকে পড়েন অভিনয় জগতে। কাজ করেছেন বেশ কিছু নাটকে। ব্যর্থ হননি এখানেও। বিশেষ করে, জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানের সঙ্গে ‘উকিল জামাই’ নাটকে তার অভিনয় দর্শকদের নজর কেড়েছে। তবে তিনি এবার সংসার জীবনে সফলতার সঙ্গে কামব্যাক করতে পারেন কিনা তার জন্যই অপেক্ষা।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ২৫, ২০১৭ ২:০৪ অপরাহ্ণ