১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১১

এম কে আনোয়ারের পরিবারকে সমবেদনা জানালেন বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির সদ্যপ্রয়াত নেতা এম কে আনোয়ারের পরিবারের সদস্যদেরকে সমবেদনা জানিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার রাতে রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসায় গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এম কে আনোয়ারের বাসায় যান খালেদা জিয়া। প্রায় পৌনে এক ঘণ্টা বাসায় অবস্থান করেন বেগম জিয়া। এর আগে রাত পৌনে ৯টার দিকে তিনি গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে বের হন। খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, খালেদা জিয়ার সঙ্গে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ, মির্জা আব্বাস ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এম কে আনোয়ারের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

সোমবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এম কে আনোয়ার। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিএনপি শামসনামলে তিনি দু’বার মন্ত্রী ছিলেন।

আজ (বুধবার) কুমিল্লায় এম কে আনোয়ারের দাফন হওয়ার কথা রয়েছে। বর্তমানে তার মরদেহ বারডেম হাসপাতলের হিমাগারে রাখা হয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :অক্টোবর ২৫, ২০১৭ ১০:৫৮ পূর্বাহ্ণ