১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩২

মঞ্চে আসছে ঢাকা থিয়েটার প্রযোজনায় পঞ্চনারী আখ্যান

শিল্পসাহিত্য ডেস্ক:

আবারো মঞ্চে আসছে ঢাকা থিয়েটার প্রযোজনা ‘পঞ্চনারী আখ্যান’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে নাটকটি মঞ্চস্থ হবে ২৯ অক্টোবর সন্ধ্যা ৭টায়। হারুন রশীদের রচনা থেকে নির্দেশনা দিয়েছেন শহীদুজ্জামান সেলিম।

এতে একক অভিনয় করেছেন রোজী সিদ্দিকী। নাটকটির মঞ্চ পরিকল্পনা করেছেন আফজাল হোসেন এবং সঙ্গীত পরিকল্পনা করেছেন মঞ্চকুসুম শিমূল ইউসুফ ও চন্দন চৌধুরী। ‘পঞ্চনারী আখ্যান’-এর গল্প এমন, সৃষ্টির সূচনা থেকে নারীর দাবি একটাই— কেবল নারী নয়, তার পরিচিতি হোক মানুষ হিসেবে। বিত্তহীন, মধ্যবিত্ত, উচ্চবিত্ত শ্রেণি থেকে শুরু করে পেশাগত সব অবস্থানেই নারী সহস্র বছর ধরে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় অন্যায়, বিভেদ আর বৈষম্যের শিকার হয়ে যাপন করছে মানবেতর জীবন। নারীর অধিকার নিয়ে কথা বলা হয় অনেক। কিন্তু পুরুষ শব্দের সমান অর্থবহ উচ্চারণে নারীর নামকরণ আদৌ হয় কি কোথাও? নিপীড়ন আর নির্যাতনের যাতাকলে কোনো না কোনোভাবে পিষ্ট হচ্ছে প্রতিটি নারী।

এ বন্দিদশা থেকে মুক্তি পেতে নিরন্তর সংগ্রামে লিপ্ত বিশ্বের নারী। বৈষম্যের হাহাকারকে অতিক্রম করে কবে তারা মানুষ হিসেবে নিজেকে অনুভব করতে পারবে এ আর্তনাদই ধ্বনিত হয়েছে ‘পঞ্চনারী আখ্যান’-এ।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :অক্টোবর ২৫, ২০১৭ ১০:৪০ পূর্বাহ্ণ