আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের জাতীয় মহাসড়কে মহড়া দিয়েছে দেশটি বিমান বাহিনীর বিমান। তা-ও আবার বৃহৎ এয়ারক্রাফটগুলির অন্যতম সি-১৩০ জে সুপার হারকিউলিস। মঙ্গলবার এমন দৃশ্যের সাক্ষী রইল লক্ষ্ণৌ-আগ্রা এক্সপ্রেসওয়ে। লক্ষ্ণৌ থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে উন্নাও জেলার বাঙ্গরমউের কাছে প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা জুড়ে ওই মহড়া চলে। এ দিন আগে থেকেই ওই রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয়া হয়। সকাল ১০টার দিকে ‘ফুলস্টপ ল্যান্ডিং’ করে ১৬টি বিমান। সেই বিমানগুলি থেকে গাড়ি নিয়ে নামেন গরুড় স্পেশাল ফোর্সের কমান্ডোরা। এরপর এক্সপ্রেসওয়ের দু’ধারে পজিশন নিয়ে নেন তারা। বিশেষ মহড়া চলে প্রায় ঘণ্টা তিনেক।
ভারতীয় নৌ-সেনার উপপ্রধান এয়ার মার্শাল এস বি দেও বলেন, ‘অসাধারণ বিষয়টি হলো, বিশেষ অভিযানের জন্য তৈরি সি-১৩০ জে এয়ারক্রাফটও আমরা এক্সপ্রেসওয়েতে অবতরণ করাচ্ছি।’ বিমানবাহিনী সূত্রে খবর, ত্রাণসামগ্রী বণ্টন ও যুদ্ধকালীন পরিস্থিতিতে এ ধরনের বিমান অবতরণের জন্য দেশ জুড়ে প্রায় এক ডজন জাতীয় সড়ক চিহ্নিত করা হয়েছে। যাতে কোনও কারণে বিমানবন্দর বন্ধ থাকলে আপৎকালীন পরিস্থিতিতে এই ধরনের বড়সড় বিমানগুলিকে সড়কপথেই অবতরণ করানো যায়।
দৈনিকদেশজনতা/ আই সি