২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:৪৫

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতীয় ঐক্য প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক:

মিয়ানমারে সেনা বাহিনীর হাতে নির্বিচারে গণহত্যা, নির্যাতন, ধর্ষণ ও বিতাড়নের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সমস্যা সমাধানে জাতীয় ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ২০-দলীয় জোটের শরিক কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের বাংলাদেশ যুব কল্যাণ পার্টি’র উদ্যোগে ‘রোহিঙ্গা মানবিক বিপর্যয় ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সর্বদলীয় সংলাপের মাধ্যমে জাতীয় ঐক্য সৃষ্টি ও জাতীয় সংকট মোকাবেলার করণীয় নির্ধারণের আহ্বান জানিয়ে সৈয়দ ইবরাহিম বলেন, রোহিঙ্গাদের আবাসন, স্যানিটেশন, বিশুদ্ধ পানি, চিকিৎসা ও খাবার বিতরণে সবাইকে সমান সুযোগ দিয়ে সরকারকে মানবিকতা রক্ষায় পাশে থাকতে হবে। তিনি বলেন, মিয়ানমার সরকার ও  সেনাবাহিনী  সেখানকার আরাকান রাজ্যের নাগরিক রোহিঙ্গাদের হত্যা, নির্যাতন, বসত বাড়িতে অগ্নিসংযোগ ও ধর্ষণ করে মানবতাবিরোধী অপরাধ করেছে।

যুব কল্যাণ পার্টির সভাপতি যুবায়েরুল হক ভুইয়া নাহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুল হাসানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, কল্যাণ পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব নুরুল কবির ভুইয়া পিন্টু, বিএফইউজে’র সাংগঠনিক সম্পাদক মো. শহীদুল ইসলাম, বিশিষ্ট আইনজীবী সাইফুর রহমান, কল্যাণ পার্টি ভাইস চেয়ারম্যান সাহিদুর রহমান তামান্না, সৈয়দ নজরুল ইসলাম, যুগ্ম মহাসচিব আল আমিন ভুইয়া রিপন, সংগঠনের কেন্দ্রীয় নেতা নাসির আল মামুন, রফিকুল ইসলাম কিরন, শরিফুল ইসলাম প্রমুখ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ২৪, ২০১৭ ৪:১৯ অপরাহ্ণ