২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৬

পঞ্চগড়ে ঘন কুয়াশায় শীতের আগমনী বার্তা

নিজস্ব প্রতিবেদক:

উত্তরের হিমালয়ের পাদদেশের জেলা পঞ্চগড়। এ বছর জেলায় শীতের আগমন হলো একটু দেরিতে। দেরিতে হলেও সোমবার রাত থেকে শীত ও ঘন কুয়াশায় ঢেকে গেছে জেলার বিভিন্ন স্থান। মঙ্গলবার সকালে যানবাহনগুলোকে হেড লাইট জ্বালিয়ে মহাসড়কে চলাচল করতে দেখা গেছে।

হঠাৎ করে ঘন কুয়াশা ও শীতের আগমনে কিছুটা হলেও বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। প্রস্তুতি ছাড়াই তাদের কাজের সন্ধানে বের হতে হয়েছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থীরাও ভোরের ঠাণ্ডায় কষ্টের মধ্যে পড়েছেন। শীত সবে শুরু। এর প্রকোপ দিন দিন আরও বাড়বে। ভ্যানচালক অধির বলেন, ‘সোমবার রাত থেকে প্রচণ্ড কুয়াশা এবং ঠাণ্ডায় ভ্যান চালাতে কষ্ট হচ্ছে। প্রস্তুতি না থাকায় শরীরের হালকা পোশাক নিয়েই বেরিয়েছিলাম। বাধ্য হয়ে বাসায় ফিরতে হচ্ছে।’

আরেকজন বলেন, ‘পঞ্চগড়ে শীত এসে গেছে। আমাদের মতো গরীব মানুষের খুব কষ্ট হবে। শীতে বাচ্চাদের নিয়ে বেশি কষ্ট হয়।’ স্কুলশিক্ষার্থী ইমন এবং কলেজছাত্রী শাহানা জানায়, পঞ্চগড়ে ঠাণ্ডা নেমে গেছে। সকাল বেলা প্রাইভেট পড়তে এবং ক্লাসে যেতে তাদের খুবই কষ্ট হচ্ছে। তবে তারা শীতের পিঠাপুলি খেতে পারবে বলে খুশিও প্রকাশ করে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ২৪, ২০১৭ ১১:২৩ পূর্বাহ্ণ