১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৪

‘শ্রমিক অধিকার সুরক্ষায় শ্রম আইন হওয়া উচিত

নিজস্ব প্রতিবেদক:

‘শ্রমিক অধিকার সুরক্ষায় শ্রম আইন’ শীর্ষক সেমিনারে আলোচকরা বলেছেন, শ্রম আইন সংশোধনের প্রধান লক্ষ্য হওয়া উচিত শ্রমিকের অধিকার সুরক্ষা করা। তারা বলেন, শ্রমিকদের মৌলিক অধিকার ট্রেড ইউনিয়ন করার ক্ষেত্রে ইপিজেড শ্রমিকদের জন্য ভিন্ন আইন করে ট্রেড ইউনিয়ন করার অধিকার বঞ্চিত করে এক দেশে দুই নীতি করা হয়েছে।

সোমবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র’র উদ্যোগে আয়োজিত এ সেমিনারে আলোচকরা আরো বলেন, উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধি করে জাতীয় অর্থনৈতিক অবকাঠামো মজবুত করার মাধ্যমে উন্নয়ন সাধন করতে হলে সুষম শ্রম অধিকারের প্রয়োজনীয়তা অপরিহার্য। সেমিনারে সংগঠনের সভাপতি প্রবীণ শ্রমিক নেতা সহিদুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রখ্যাত শ্রমিক নেতা ডা. ওয়াজেদুল ইসলাম খান। সেমিনারে গুরুত্বপূর্ণ আলোচনা করেন, সিপিডির বিশিষ্ট ফেলো ড. মুস্তাফিজুর রহমান, বিশিষ্ট সাংবাদিক অজয় দাশ গুপ্ত, অ্যাডভোকেট এ কে এম নাসিম, সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, শ্রমিক নেতা রাজেকুজ্জামান রতন, কামরুল আহসান প্রমুখ। সেমিনারে সঞ্চালক ছিলেন টিইউসি’র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

আলোচকরা বলেন, ২০০৬ সালে নতুন করে শ্রম আইন করে শ্রমিকদের স্বার্থকে উপেক্ষা করা হয়েছে। ফলে বারবার শ্রমিকদের পক্ষ থেকে শ্রম আইন সংশোধনের দাবি তোলা হয। শ্রম আইনের ধারা ৩৫১ অনুসারে আইনের উদ্দেশ্য পূরণকল্পে বিধি প্রণয়ন করার কথা বলা থাকলেও ২০১৫ সালের প্রণীত বিধিমালার অধিকাংশ বিধিই শ্রম আইনের সাথে অসঙ্গতিপূর্ণ এবং সাংঘর্ষিক।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :অক্টোবর ২৪, ২০১৭ ১১:১০ পূর্বাহ্ণ