১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০১

হোয়্যাটসঅ্যাপ আপডেট করলেই নতুন সুবিধা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:

টেকনোলজির যুগে ফেসবুক এবং হোয়্যাটসঅ্যাপ ব্যবহার করে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। এই দুটি মাধ্যমের চাহিদা দিনের পর দিন বেরেই চলেছে। এই জনপ্রিয়তার কথা মাথায় রেখেই হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ একে আরও আকর্ষণীয় করে তোলার সিদ্ধান্ত নিয়েছেন।

আর সে কারণেই কয়েকদিন পরপরই নিত্যনতুন সব ফিচার্স নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। এবার অ্যান্ড্রয়েড বেটা ভার্সনে হোয়াটসঅ্যাপ আপডেট করলেই পাওয়া যাবে দারুণ সব চমক। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, নতুন হোয়াটসঅ্যাপ ডাউনলোড ও ইনস্টল করলে একেবারেই বেশি জায়গা নিচ্ছে না। পাশাপাশি এতটা সময়ও লাগছে না।

এর পাশাপাশি আর একটা দারুণ সুবিধা পাওয়া যাচ্ছে। এই ফিচারটি একদমই নতুন। এর আগে হোয়াটসঅ্যাপ নম্বর বদলালে সকলকে ধরে ধরে নতুন করে জানাতে হতো। এবার আর তার প্রয়োজন পড়বে না। এখন থেকে নতুন করে নম্বর বদলালেই ফোনের কনট্যাক্টস তালিকায় থাকা প্রত্যেকের কাছেই চলে যাবে নোটিফিকেশন।

প্রত্যেক বার নম্বর বদলালেই এই নোটিফিকেশন যাবে অন্যদের কাছে। এখানেই শেষ নয়। আপনি চাইলে সেই নোটিফিকেশন কারা পাবে আর কারা পাবে না, সেটাও ঠিক করে দিতে পারবেন। নিঃসন্দেহে বলা যেতে পারে এই নতুন আপডেট হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেবে

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :অক্টোবর ২৪, ২০১৭ ১০:০৬ পূর্বাহ্ণ