নিজস্ব প্রতিবেদক:
কোনও ধরনের বিতর্ক নয়, বরং আলোচনার মধ্য দিয়ে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর প্রতি জোর দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের কোনও ফাঁদে পা দেওয়া যাবে না। মিয়ানমারের ব্যাপারে আমাদের সর্তক থাকতে হবে।’সোমবার (২৩ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ সদস্যদের এ পরামর্শ দেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদের এক সদস্য গণমাধ্যমকে জানান, বৈঠকে মিয়ানমার থেকে চাল কেনার বিষয়টি আলোচনায় উঠে আসে। এসময় অর্থমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ভূমিকাকে বর্বর বলে আখ্যায়িত করেন।
পরে প্রধানমন্ত্রী বলেন, ‘মিয়ানমারের ভূমিকা বর্বর-এটা ঠিক। কিন্তু তারপরেও দেশটির সঙ্গে কোনও ধরনের বিবাদে জড়ানো যাবে না। কূটনৈতিক তৎপরতার মাধ্যমে আন্তর্জাতিক বিশ্বের সহায়তায় রোহিঙ্গাদের ফেরত পাঠাতে কাজ করতে হবে।’
তবে মিয়ানমার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সর্ম্পক অব্যাহত থাকবে বলেও বৈঠকে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘আমি যখন জাতিসংঘে ছিলাম তখন মিয়ানমারের প্রতিনিধি নানাভাবে আমাকে উস্কানি দিয়েছে। আমরা বাড়াবাড়ি করিনি। ভারত-পাকিস্তানের সম্পর্ক খারাপ হলেও বাণিজ্য চলছে। আমাদেরও চলবে।’
দৈনিক দেশজনতা /এন আর