২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:০৯

১৩ দিন ধরে সাংবাদিক উৎপল দাস নিখোঁজ, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক:

অনলাইন নিউজ পোর্টাল পূর্বপশ্চিমবিডি.নিউজের সিনিয়র রিপোর্টার উৎপল দাস ১৩ দিন ধরে নিখোঁজ। আজ সোমবার তাঁর খোঁজে রাজধানীর মতিঝিল থানায় সাধারণ ডায়েরি করেছেন তাঁর বাবা চিত্তরঞ্জন দাস।

উৎপলের সহকর্মী পূর্বপশ্চিম বিডি.নিউজের সম্পাদক খুজিস্তা নূর-ই-নাহারিন জানান, গত ১০ অক্টোবর দুপুর ১টার দিকে কাজ শেষে অফিস থেকে বের হন উৎপল দাস। এর পর থেকেই তিনি নিখোঁজ। তাঁর ব্যবহৃত দুটি মোবাইল নম্বরই বন্ধ পাওয়া যাচ্ছে। পরিবার, সহকর্মী ও বন্ধুবান্ধবের কাছে অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। উৎপলের বিষয়ে তাঁরা সবাই খুব উদ্বিগ্ন বলেও জানান তিনি।

আজ থানায় করা সাধারণ ডায়রিতেও এসব কথা উল্লেখ করেছেন উৎপলের বাবা। তিনি জানান, উৎপল রাজধানীর ফকিরাপুল এক নম্বর গলিতে একটি বাসায় ভাড়া থাকতেন।

সাধারণ ডায়েরিতে উৎপলের বাবা আরো জানান, তাঁদের কারো সঙ্গে কোনো শত্রুতা বা বিরোধ নেই। তাই কারা তাঁর ছেলেকে তুলে বা ধরে নিয়ে গেছে সেটি তিনি বুঝতে পারছেন না। ১৩ দিনেও ছেলের কোনো খবর না পেয়ে প্রাণ সংশয়ের আশঙ্কাও তিনি ব্যক্ত করেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :অক্টোবর ২৩, ২০১৭ ৮:১৫ অপরাহ্ণ