স্পোর্টস ডেস্ক:
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে রোববার ঘরের মাঠে আর্সেনালের কাছে ২-৫ গোলে বিধ্বস্ত হয় এভারটন। হারের ধাক্কাটা এতই বড় ছিল যে চাকরিই হারিয়ে ফেললেন দলটির কোচ। সোমবার রোনাল্ড কোম্যানকে বরখাস্ত করে এভারটন।
সোমবার এভারটন এক বিবৃতি প্রকাশ করে কোম্যানকে বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করে। গত ১৬ মাস ধরে ক্লাবকে সার্ভিস দেয়ায় তাকে ধন্যবাদ জানায় এভারটন।
প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের ৯ ম্যাচ শেষে মাত্র একটি জয় পেয়েছে এভারটন। ১৮ নম্বরে থেকে অবনমনের তালিকাতেই রয়েছে গুডিসন পার্কের দলটি। রোববার ওয়েন রুনির গোলে এগিয়ে গিয়েও বড় হার নিয়ে মাঠ ছাড়ে এভারটন।
প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে তৃতীয় কোচ হিসেবে বরখাস্ত হলেন কোম্যান। এর আগে ক্রিস্টাল প্যালেস চাকরিচ্যুত করে ফ্রাঙ্ক ডি বোয়েরকে। অন্যদিকে ক্রেইগ শেক্সপিয়রকে বরখাস্ত করে লেস্টার সিটি।
গত মৌসুমে এভারটনের হয়ে দারুণ সময় পার করেন কোম্যান। প্রিমিয়ার লিগের গত মৌসুমে সপ্তম হয় দলটি। চার মাস যেতে না যেতেই মুদ্রার উল্টো পিঠ দেখলেন এই ডাচ কোচ।
আর্সেনালের কাছে বিধ্বস্ত হওয়ার পর রোববার আশার বাণীই শোনান কোম্যান, ‘আমি এখনো বিশ্বাস করি, আমি পুরো পরিস্থিতি পরিবর্তন করতে পারবো।’ এর একদিন পরই বরখাস্ত হন কোম্যান।
দৈনিক দেশজনতা /এন আর