নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরায় বাস ও ট্রাক ক্রসিং করার সময় রাব্বি (৯) নামের এক শিশুর মাথা শরীর থেকে আলাদা হয়ে রাস্তায় পড়ে মৃত্যু হয়েছে। সোমবার ৩টার দিকে সাতক্ষীরা বিনেরপোতা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। রাব্বি সাতক্ষীরা শহরের ইটাগাছা গ্রামের সোহাগ হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনা থেকে ছেড়ে একটি যাত্রীবাহী বাস সাতক্ষীরা বিনেরপোতা নামক স্থানে পৌঁছালে রাব্বি বমি করতে গেছে তার মা তাকে বাসের জানালা দিয়ে বমি করানোর চেষ্টা করে। এ সময় খুলনাগামী একটি ট্রাক বাসটিকে ক্রসিং করার সময় রাব্বির মাথা থেঁতলে শরীর থেকে আলাদা হয়ে রাস্তায় পড়ে যায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, দেহ থেকে বিছিন্ন হয়ে যাওয়া শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাসটিকে আটক করা হয়েছে।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

