২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:০৮

ঝড়ো হাওয়ায় নুয়ে পড়েছে হাজারও বিঘার ধান

নিজস্ব প্রতিবেদক:

সমুদ্রের নিম্নচাপের প্রভাবে ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা নদীবেষ্টিত কুড়িগ্রামের জনপদে ঝড়ো হাওয়া বয়ে গেছে। শুক্রবার সকাল ১০টার পর থেকে জেলার নয়টি উপজেলার সর্বত্রই ২ দিনব্যাপী বিরাজ করা ঝড়ো হাওয়ায় এখানকার কৃষকের হাজার হাজার বিঘা কাঁচাপাকা আমন ক্ষেত মাটিতে নুয়ে পড়েছে। এতে এখানকার কৃষকরা আমন উৎপাদন নিয়ে চরমভাবে বিপাকে পড়েছেন।

জেলার ফুলবাড়ী ও নাগেশ্বরী এলাকার কৃষক মাহাবুল হক (৫৫), মনছার আলী (৫৮), কুলসুম বেগমসহ  (৩৫) আরও অনেকে জানান, তাদের কারও ২ বিঘা, কারও দেড় বিঘা, আবার কারও আড়াই বিঘা জমির কাঁচাপাকা ধান ক্ষেত ঝড়ো হাওয়ায় মাটিতে নুয়ে পড়েছে।

আমন ক্ষেতগুলো থেকে তারা পরিবারের খাবারের চাহিদা মিটানোর আশা করলেও ক্ষেতে পোকার আক্রমণ ও পরে ঝড়ো হাওয়ায় ধান গাছ মাটিতে নুয়ে পড়ায় সেই আশায় তাদের গুড়েবালি। ধান চিটা হওয়ার আশঙ্কা করছেন তারা। ধান চিটা হলে এবার তারা চরম খাদ্য ঘাটতিতে পড়বেন বলে জানান।

তারা সরকারের সহযোগিতা কামনা করেছে। এ ব্যাপারে কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ীর উপ-সহকারী কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান জানান, গত দুই দিনের ঝড়ো হাওয়ায় নয়টি উপজেলার নুয়ে পড়া ক্ষতিগ্রস্ত আমন ক্ষেতের পরিমাণ আপাতত ১৫০ হেক্টর ধারণা করা হচ্ছে। তবে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। উপজেলাগুলোতে নুয়ে পড়া আমন ক্ষেতগুলোর পরিমাণ জানতে কাজ চলছে বলেও জানান তিনি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ২৩, ২০১৭ ৩:৫২ অপরাহ্ণ