নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের ফতুল্লায় দেয়াল চাপা পড়ে একই পরিবারের তিন শিশুসহ চারজন নিহত হয়েছেন। সোমবার সকাল ১১টায় ফতুল্লার পাগলা শান্তিনিবাস এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই এলাকার জসিম মিয়ার বস্তির দিনমজুর মোস্তফা (২৮), ট্রাকচালক সাইফুলের মেয়ে লামিয়া (৯), লাবনী (৪) ও মীম (২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টায় জসিম মিয়ার বস্তির সামনে চাঁন মিয়ার বাড়ির ১০/১২ ফুট উচ্চ দেয়াল ভাঙা হচ্ছিল। দেয়ালের পাশে খেলা করছিল ওই তিন শিশু। আর ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন মোস্তফাসহ কয়েকজন। এ সময় দেয়ালটি আচমকা ধসে পড়ে তিন বোনসহ ৫ জন চাপা পড়েন।
এতে শিশু লামিয়া ও লাবনী ঘটনাস্থলেই মারা যায় এবং আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তিনজনকে হাসপাতালে নেয়ার পথে শিশু মীম মারা যায়। আর মোস্তফাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
আহত ইউসুফ (৩৫) কোথায় চিকিৎসা নিচ্ছেন তা স্থানায়ীরা জানাতে পারেননি। বস্তির মালিক জসিম মিয়া খবরের সত্যতা নিশ্চিত করেছেন। ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) মজিবুর রহমান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
দৈনিক দেশজনতা /এমএইচ