১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৯

মাজারের খাদেমের লাথিতে ভক্ত নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক খাদেমের লাথিতে রাবেয়া খাতুন (৭০) নামের এক নারী ভক্তের মৃত্যু হয়েছে। উপজেলার খরমপুর এলাকার শাহ সৈয়দ আহাম্মদ গেছু দারাছ ওরফে কল্লা শহীদ (রহ.) মাজারে রোববার দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ নিহত রাবেয়া খাতুনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রা‏হ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার পরপরই খবর পেয়ে পুলিশ অভিযুক্ত রিংকু খাদেমকে (৪০) গ্রেফতার করেছে। তিনি ওই মাজার এলাকার মৃত নুরুল ইসলাম খাদেমের ছেলে।

পুলিশ জানায়, রাবেয়া খাতুন প্রায় ৩০ বছর ধরে এই মাজারে কাজ করতেন এবং মাজারেই থাকতেন। রোববার দুপুরের দিকে রাবেয়া মাজারের প্রধান ফটকের কাছে কাজ করছিলেন। এ সময় রিংকু খাদেম রাবেয়াকে লাথি মারেন। এতে ঘটনাস্থলেই ওই বৃদ্ধা মারা যান।

ঘটনার পর পরই রিংকু খাদেমকে আটক করেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার বলেন, রিংকু কেন ওই নারীকে লাথি মেরেছেন, সেটি এখনো জানা যায়নি। এ ঘটনায় আখাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুরুজ রতন বাদী হয়ে রিংকু খাদেমের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মাজার কমিটির সহ-সভাপতি মোহাম্মদ শামছুজ্জামান বলেন, ঘটনাটি মাজারকেন্দ্রিক নয়। খাদেমের পরিবারের এক সদস্যের সঙ্গে মাজার গেটে ঘটনাটি ঘটেছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ২৩, ২০১৭ ১২:৩৪ অপরাহ্ণ