১১ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ১০:০৫

তারকা অভিনেত্রী থেকে তারকা ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক:

নব্বই দশকে টেলিভিশনের হার্টথ্রুব শমী কায়সার। নান্দনিক অভিনয় দিয়ে জয় করে নিয়েছেন কোটি মানুষের ভালোবাসা। সৃজনশীল কর্মযজ্ঞের মধ্য দিয়ে হয়েছেন গুণী ব্যক্তিত্ব। কিন্তু অভিনয়ে সময় কম দিয়ে এখন তিনি মনোযোগী হয়েছেন ব্যবসায়। ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই নির্বাচনে প্রথমবার অংশ নিয়েই করেছেন বাজিমাত। ভোটপ্রাপ্তির দিক থেকে ছয় নম্বরেই শমী।

 শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের মেয়ে শমী কায়সার ১৯৬৯ সালের ১৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে মাস্টার্স করেছেন। এছাড়া অভিনেত্রী, মডেল ও প্রযোজক হিসেবে তিনি বেশ জনপ্রিয়তা লাভ করেন।

দৈনিক দেশজনতা/এমএইচ

প্রকাশ :মে ১৬, ২০১৭ ১১:৩৭ পূর্বাহ্ণ