২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:৩৪

জাপানের নির্বাচনে জয়ের পথে শিনজো আবের দল

আন্তর্জাতিক ডেস্ক:

জাপানের সংসদ নির্বাচনে ভূমিধস জয়ের পথে প্রধানমন্ত্রী শিনজো আবের দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। রোববার ভোট গ্রহণ শেষে বুথ ফেরত সমীক্ষায় এ তথ্য পাওয়া গেছে বলে জানায় সিএনএন। উত্তর কোরিয়ার যুদ্ধের হুমকি মোকাবেলায় সংসদে নিজের আধিপত্য বাড়াতে গত ২৮ সেপ্টেম্বর আগাম নির্বাচনের ডাক দিয়েছিলেন পরপর দুই মেয়াদে ক্ষমতায় থাকা আবে। ভোটে তার প্রত্যাশাই পূরণ হচ্ছে।
জাপানি সম্প্রচার মাধ্যম এনএইচকের বুথ ফেরত সমীক্ষায় বলা হয়েছে, আবের ক্ষমতাসীন জোট ভূমিধস জয় পাচ্ছে। সংসদের ৪৬৫ আসনের মধ্যে আবের দল এলডিপি একাই ২৫৩-৩০০ আসনে জয়ী হবে। জোটের শরিক কোমিতো দল পাবে ২৭-৩৬ আসন। ফলে তৃতীয়বার প্রধানমন্ত্রী নির্বাচিত হতে যাচ্ছেন আবে। জাপানে যুদ্ধের পর তিনি সবচেয়ে দীর্ঘস্থায়ী শাসক হতে যাচ্ছেন। আবে ‘সুপার মেজরিটির’ জন্য জনগণের কাছে আবেদন জানিয়েছিলে যাতে সংবিধান সংশোধন করে প্রতিরক্ষা নীতি আরও জোরালো করা যায়। দেশটির ৪৭টি প্রদেশে স্থানীয় সময় রোববার সকাল ৭টা থেকে শুরু হওয়া এ নির্বাচনে রাত ৮টা পর্যন্ত (বাংলাদেশ সময় বিকাল ৫টা পর্যন্ত) ভোট গ্রহণ করা হয়। শক্তিশালী টাইফুন উপেক্ষা করে দেশটির দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্টের নিুকক্ষের নির্বাচনে ভোট দেয় জনগণ।
নির্বাচন শুরু হওয়ার পর সকালে স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকদের আবে বলেন, ‘আমি আশা করছি, আমি সংসদে যেতে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাব। নতুন করে পারমাণবিক শক্তি ব্যবহারের সতর্কতা, কর, উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের জন্য জনগণ আমাকে নির্বাচিত করবে বলে আমি বিশ্বাস করি।’ ক্ষমতায় গেলে জাপানকে আরও শক্তিশালী দেশ হিসেবে বিশ্বের কাছে তুলে ধরবেন বলে এ সময় আশা প্রকাশ করেন তিনি।
জাতীয় এই নির্বাচনে প্রধানত তিন জোটবদ্ধ দল প্রতিযোগিতা করে। ক্ষমতাসীন এলডিপির শরিক হয়েছে কুমিতো, এলডিপি থেকে বের হয়ে টোকিওর প্রথম নারী গভর্নর ইরিকো কইকে নেতৃত্ব দেন কিবো জোটের, পাশাপাশি প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির (ডিপি) নেতৃত্বাধীন জোটও লড়াইয়ে অংশ নেয়। এর আগের সাধারণ নির্বাচনের ভোটারদের ন্যূনতম বয়স ২০ বছর থাকলেও এই প্রথমবারের মতো সরকার ভোটারদের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণ করেছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ২৩, ২০১৭ ১০:৩৯ পূর্বাহ্ণ