২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৩৫

বিএসএমএমইউর অধীনে আসছে এমবিবিএসসহ চার কোর্স

নিজস্ব প্রতিবেদক :

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীনে আসছে এমবিবিএস, বিডিএস, বিএসসি নার্সিং, বিএসসি মেডিক্যাল টেকনোলজি কোর্স।রোববার বিএসএমএমইউর ডা. মিল্টন হলে সিন্ডিকেটের ৬৭তম সভার মূলতবি সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ এবং সিন্ডিকেটের সব সদস্যের সম্মতিতে গুরুত্বপূর্ণ এ বিষয়টি অনুমোদিত হয়।

বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খানের সভাপতিত্বে এ সভা হয়।

সভায় বলা হয়, সদ্য প্রতিষ্ঠিত চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এবং প্রস্তাবিত সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি/বেসরকারি মেডিক্যাল কলেজ/ডেন্টাল কলেজসমুহ ব্যতীত অন্যান্য সব মেডিক্যাল কলেজ/ডেন্টাল কলেজগুলোতে বিদ্যমান এমবিবিএস, বিডিএস, বিএসসি নার্সিং, বিএসসি মেডিক্যাল টেকনোলজি কোর্সসমুহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত করা হবে।

ওই সভায় আরো উপস্থিত ছিলেন- সংসদ সদস্য ডা. মো. রুস্তম আলী ফরাজী, অতিরিক্ত সচিব সরদার আবুল কালাম, অধ্যাপক মো. নজরুল ইসলাম, বিএসএমএমইউর উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এ এস এম জাকারিয়া স্বপন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, বিএমডিসির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা, অধ্যাপক ডা. কাজী শহীদুল আলম।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :অক্টোবর ২২, ২০১৭ ৯:১৬ অপরাহ্ণ