২৪শে নভেম্বর, ২০২৪ ইং | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:১১

ঢাবি অধিভুক্ত সাত কলেজে স্নাতক ভর্তি প্রক্রিয়া শুরু ২৫ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাতটি সরকারি কলেজের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মান শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ২৫ অক্টোবর ।

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তাঁর কার্যালয় সংলগ্ন লাউঞ্জে আগামী ২৫ অক্টোবর বিকেল সাড়ে ৫টায় এক অনুষ্ঠানের মাধ্যমে এই ভর্তি প্রক্রিয়ার উদ্বোধন করবেন।একই অনুষ্ঠানে অধিভুক্ত সরকারি সাত কলেজের ওয়েবসাইটও উদ্বোধন করা হবে ।

এ বছর ফেব্রুয়ারিতে রাজধানীর সাতটি কলেজ ঢাবির অধিভুক্ত হয়। এগুলো হচ্ছে- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

এসব কলেজে অনার্স ও মাস্টার্স পর্যায়ে বর্তমানে এক লাখ ৬৭ হাজার ২৩৬ জন ছাত্রছাত্রী এবং এক হাজার ১৪৯ জন শিক্ষক রয়েছেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :অক্টোবর ২২, ২০১৭ ৬:১১ অপরাহ্ণ