আন্তর্জাতিক ডেস্ক:
জমিয়তে উলেমা-ই হিন্দ-এর সভাপতি মাওলানা আরশাদ মাদানী বলেছেন, সাম্প্রদায়িক শক্তি সংবিধানকে অগ্নিদগ্ধ করে দেশকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে। যদি এরকম হয় তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে। জমিয়তে উলামায়ে হিন্দ গুজরাট শাখার পক্ষ থেকে আয়োজিত আহমেদাবাদের এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। ভারতে নিরপরাধদের হয়ে আইনি লড়াই চালানো মাওলানা আরশাদ মাদানী বলেন, যদি বিশ্বের মধ্যে একটি ছোট দেশ নেপাল হিন্দু ধর্মকে নিরাপদ না রাখতে পারে, এমনকি সেখানে ধর্মীয় দুর্গ ভেঙে গেছে। তাহলে সেক্যুলার দেশ যদি সেদিকে যায় তা ধ্বংস হয়ে যাবে, বরবাদ হবে। বিশ্ব থেকে মুছে যাবে।
মাওলানা মাদানী বলেন, ‘ভারতে সংখ্যালঘু সম্প্রদায়ের সংখ্যা এতো যে তাদের সকলকে যদি একত্রিত করা হয় তাহলে সংখ্যাগুরুরা সংখ্যালঘুতে পরিণত হবে। তাহলে কীভাবে দেশ বেঁচে থাকবে? আমরা রাজনৈতিক ব্যক্তি নই, যারা রাজনৈতিক লোক তারা দেশে শান্তি বিঘ্নিত করতে চাচ্ছে।’ তিনি মুসলিম ও হিন্দুদের উদ্দেশ্যে এক আবেদনে, যারা সাম্প্রদায়িকতাকে দেশের জন্য অভিশাপ মনে করে তাদের পারস্পারিক ভালোবাসা ও ভ্রাতৃত্বকে উৎসাহ দেয়ার আহ্বান জানান।
দৈনিকদেশজনতা/ আই সি