১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৩

নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন: পর্যবেক্ষকদের সিইসি

নিজস্ব প্রতিবেদক:
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন নির্বাচন পর্যবেক্ষকরা যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেন এবং করেন, সংলাপে রাজনৈতিক দলগুলো সে বিষয়ে পরামর্শ দিয়েছেন। একই সাথে পক্ষপাতহীন ও নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে আপনারা দায়িত্বপালন করবেন এটাই প্রত্যাশা। রবিবার সকালে পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে সিইসি এসব কথা বলেন। মতবিনিময় সভায় পর্যবেক্ষক সংস্থার ২৫ জন প্রতিনিধি উপস্থিত রয়েছেন বলে বৈঠক সূত্রে জানা যায়। পর্যবেক্ষকদের দায়িত্ব পালনকালে যেনো সামগ্রিকভাবে ভোট কার্যক্রম বাধাগ্রস্ত না হয় সে দিকে লক্ষ্য রাখার জন্য পর্যবেক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

পর্যবেক্ষকদের উদ্দেশ্য করে সিইসি বলেন, ‘আমরা আপনাদের পরামর্শ নিয়েই প্রণয়ন করেছি। যাদেরকে নির্বাচনী দায়িত্ব পালনে মাঠে পাঠাবেন, তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দিবেন বলে আশা করি। পর্যবেক্ষণের দায়িত্ব পালন করতে গিয়ে যেনো সামগ্রিক ভোট কার্যক্রম বাধাগ্রস্ত না হয়, সে দিকে খেয়াল রাখতে হবে।’ গত ৩১ জুলাই সুশীল সমাজের প্রতিনিধি, ১৬ ও ১৭ আগস্ট গণমাধ্যম প্রতিনিধি এবং ২৪ আগস্ট থেকে ১৯ অক্টোবর পর্যন্ত নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় করে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি। এছাড়া ২৩ অক্টোবর নারী নেত্রী এবং ২৪ অক্টোবর নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপে করবে ইসি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ২২, ২০১৭ ২:২২ অপরাহ্ণ