আন্তর্জাতিক ডেস্ক:
উত্তর কোরিয়া থেকে ক্রমবর্ধমান হুমকির মুখে জাপানে তৈরি হয়েছে ‘জাতীয় সংকট’। এ সংকট সমাধানে জাপানে ৪৮তম সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ চলছে।
গত মাসে জাপানের বর্তমান প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে আগামী সাধারণ নির্বাচনের ঘোষণা দেন। আজ রবিবার স্থানীয় সময় ৭টায় ভোটগ্রহণ শুরু হয়।
২০১২ সালের ডিসেম্বর থেকেই জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন অ্যাবে। এবারের সাধারণ নির্বাচনের প্রাক্কালে বিভিন্ন জনমত জরিপে আভাস দেওয়া হয়েছে যে, প্রধানমন্ত্রী শিনজো আবের লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট নির্বাচনে বেশ সহজেই জয়লাভ করতে যাচ্ছে। পাশাপাশি নিম্নকক্ষে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতাও ধরে রাখছে।
দৈনিক দেশজনতা /এমএইচ