নিজস্ব প্রতিবেদক:
মানবতাবিরোধী অপরাধের আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারও সাজা আপিল বিভাগে এসে কমেনি। সাঈদীর সাজা কমেছে। তাকে মৃত্যুদণ্ডের হাত থেকে বাঁচাতে পেরেছি, এতেই আমি খুশি। আপিল বিভাগে সরকার ও আসামি পক্ষের রিভিউ আবেদন খারিজের পর গতকাল খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের এ কথা বলেন। তিনি আরও বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, সর্বোচ্চ আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। এ রায় আমাদের মেনে নিতে হবে।
দৈনিক দেশজনতা/এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

