খাগড়াছড়ি প্রতিনিধি:
পার্বত্য খাগড়াছড়ির দীঘিনালায় ইউপিডিএফের জনসংযোগ শাখার প্রধান রমেশ চাকমাসহ (৬০) দুজনকে আটক করেছে যৌথবাহিনী। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বড়াদম এলাকার হেডম্যান পাড়া গ্রামের রুনা চাকমার বাড়ি থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের সঙ্গে থাকা একটি চাইনিজ পিস্তল এবং ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সেনা রিজিয়নের স্টাফ অফিসার মেজর মুজাহিদুল ইসলাম।
আটককৃতরা হলেন- রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি মুখ এলাকার মৃত মঙ্গল চন্দ্র চাকমার ছেলে রমেশ চাকমা (৬০) ও দীঘিনালার বৌদ্ধপাড়া গ্রামের বিভূতিভূষণ চাকমার ছেলে অমর চাকমা (৫৮)। তিনি রমেশ চাকমার ব্যক্তিগত সহকারী। এর আগে শুক্রবার দিবাগত রাতে চার ইউপিডিএফ কর্মীকে আটক করে নিরাপত্তা বাহিনী। পরে তাদের দেয়া তথ্যমতে এক অভিযানে একটি আমেরিকার তৈরি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ম্যাগজিন উদ্ধার করে।
দৈনিকদেশজনতা/ আই সি