২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৬

বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে ওয়াটা কেমিক্যাল

নিজস্ব প্রতিবেদক:

গত সপ্তাহে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষ ছিল ওয়াটা কেমিক্যাল। ফলে সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির শেয়ারের মূল্যে বড় ধরণের উত্থান ঘটেছে। আর ক্রেতাদের আগ্রহের শীর্ষে থাকায় বেশিরভাগ শেয়ার মালিকই ওয়াটা কেমিক্যালের শেয়ার বিক্রি করতে চাননি। ফলে প্রতিষ্ঠানটির শেয়ার তেমন হাতবদল হয়নি।

সপ্তাহের পাঁচ কার্যদিবসে (১৫ থেকে ১৯ অক্টোবর) ওয়াটা কেমিক্যালের শেয়ার লেনদেন হয়েছে ২৩ কোটি ৩ লাখ টাকার। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৪ কোটি ৬০ লাখ টাকা। তবে বেশিরভাগ বিনিয়োগকারী প্রতিষ্ঠানটির শেয়ার বিক্রি করতে না চাওয়ায় মূল্যে বড় ধরনের উত্থান ঘটেছে। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির শেয়ারমূল্য বেড়েছে ১৮ দশমিক ৬৭ শতাংশ। আর টাকার অংকে বেড়েছে ৩১ টাকা ৯০ পয়সা।

সপ্তাহের শেষ কার্যদিবসে (বৃহস্পতিবার) ওয়াটা কেমিক্যালের প্রতিটি শেয়ারের দাম বেড়ে ২০১ টাকা ৭০ পয়সায় দাঁড়ায়। যা তার আগের সপ্তাহ শেষে ছিল ১৬৯ টাকা ৮০ পয়সা।

ডিএসইর তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) ওয়াটা কেমিক্যালের মুনাফা হয়েছে ৯৬ লাখ ৫০ টাকা। আগের প্রান্তিকে (অক্টোবর থেকে ডিসেম্বর’ ২০১৬) মুনাফা হয় ৮৭ লাখ ৭০ হাজার টাকা। তার আগের প্রান্তিকে (জুলাই থেকে সেপ্টেম্বর’ ২০১৬) মুনাফা হয় ১ কোটি ১০ হাজার টাকা। অর্থাৎ শেষ হিসাব বছরের প্রথম নয় মাসে প্রতিষ্ঠানটির মুনাফা হয়েছে ২ কোটি ৮৪ লাখ ২০ হাজার টাকা।

পুঁজিবাজারের ভালো কোম্পানি বা ‘এ’ গ্রুপের অন্তর্ভুক্ত এ প্রতিষ্ঠানটি ২০১৬ সালে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয়। তার আগের বছর (২০১৫ সাল) প্রতিষ্ঠানটি শেয়ার হোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি। তবে ২০১৪ সালে ২৫ শতাংশ, ২০১৩ সালে ৩০ শতাংশ ও ২০১২ সালে ২০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে দিয়েছিল কোম্পানিটি।

ডিএসই সূত্রে জানা গেছে ওয়াটা কেমিক্যালের মোট শেয়ারের ৩৫ দশমিক ৫৩ শতাংশ রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে ৩২ দশমিক ২৯ শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ৩২ দশমিক ১৮ শতাংশ শেয়ার।

এদিকে শেষ সপ্তাহে ওয়াটা কেমিক্যালের পর বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় শীর্ষে ছিল দেশ গার্মেন্টস। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম বেড়েছে ১৬ দশমিক ৭৫ শতাংশ। এর পরেই রয়েছে ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ১১ দশমিক ৭৬ শতাংশ।

এ ছাড়া শেষ সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা ইষ্টার্ণ লুব্রিকেন্টের শেয়ারের দাম ১১ দশমিক ৫৪ শতাংশ, বিবিএস কেবলসের ৯ দশমিক ৯৮ শতাংশ, স্কয়ার টেক্সটাইলের ৮ দশমকি ৭৩ শতাংশ, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ৮ দশমিক শূন্য ৯ শতাংশ, রংপুর ফাউন্ডারের ৮ দশমিক শূন্য ৫ শতাংশ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৭ দশমিক ১৪ শতাংশ এবং আলহাজ টেক্সটাইলের ৭ শতাংশ দাম বেড়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :অক্টোবর ২১, ২০১৭ ৫:২৩ অপরাহ্ণ