২৩শে জানুয়ারি, ২০২৬ ইং | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১২:৫৯

মালয়েশিয়ায় ভূমিধসে নিহত তিন, বাংলাদেশিসহ নিখোঁজ ১১

আন্তর্জাতিক ডেস্ক:

মালয়েশিয়ার উত্তর-পূর্বাঞ্চলের পেনাং প্রদেশের নির্মাণাধীন একটি সাইটে ভূমিধসে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাংলাদেশিসহ অন্তত ১১ জন নিখোঁজ রয়েছেন। খবর রয়টার্সের। স্থানীয় সময় শনিবার সকাল সাড়ে আটটার দিকে জর্জ টাউনের তানজুং বাংগার লেংকক লেম্বা পারমাই এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজন ইন্দোনেশিয়ার এবং একজন মিয়ানমারের নাগরিক বলে দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। এছাড়া দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের মধ্যে মিয়ানমার, ইন্দোনেশিয়া, বাংলাদেশের নাগরিক রয়েছেন। নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ২১, ২০১৭ ৩:০৯ অপরাহ্ণ