১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৭

আফগানিস্তানে আত্মঘাতি বোমা হামলায় নিহত ৭২

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের দু্টি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে। হামলার এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬০ জন। শুক্রবার রাজধানী কাবুল এবং ঘোর প্রদেশে এই হামলার ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় মাগরিবের নামাজের সময় কাবুলের পশ্চিমাংশে দাস্ত-ই-বারসি এলাকার ইমাম জামান শিয়া মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ৩৯ জন মারা যান। এর কিছু সময় পর গর প্রদেশের একটি সুন্নি মসজিদে বোমা হামলায় ৩৩ জন নিহত হন। বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে উদ্ধার তৎপরতা শুরু করে। হামলায় ঠিক কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। দেশটির স্বারাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল আলিমাস্ত মোমান্দ এপিকে বলেন, হামলাকারী দ্রুত হেঁটে মসজিদে প্রবেশ করে। প্রবেশ করেই নিজের কাছে থাকা বোমা বিস্ফোরণ ঘটায়। কাবুলের একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বিবিসিকে জানান, বোমা হামলার পর অন্তত ৭০ জনের মরদেহ ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়া হয়েছে। তবে হতাহতের প্রকৃত সংখ্যা এখনও সঠিকভাবে জানা যায়নি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ২১, ২০১৭ ১১:০৩ পূর্বাহ্ণ