২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৩

জলমগ্ন রাজধানীতে জন ও যানশূন্য

নিজস্ব প্রতিবেদক:

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে ডুবে গেছে রাজধানীর অনেক এলাকা। রাস্তাঘাট জনশূন্য। যানবাহন তেমন একটা নেই। খুব জরুরি প্রয়োজনে যারা বাড়ির বাইরে বেরোচ্ছেন তারা হাঁটুপানি কোমরপানি ভেঙে গন্তব্যে যাচ্ছেন। মতিঝিল, ফকিরাপুল, শান্তিনগর, পল্টন, গুলিস্তান, মিরপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় কোমরপানি জমেছে।

ওয়ারির জাকিয়া সুলতানা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি জানান, বৃষ্টি উপেক্ষা করে তিনি রাস্তায় বেরিয়েছেন ইস্কাটনে তার অফিসে যাবেন বলে। কিন্তু এক ঘণ্টা দাঁড়িয়েও থেকেও কোনো বাস পাননি। এমনকি একটা রিকশাও নেই। তিনি জানতে পেরেছেন, গুলিস্তান, মতিঝিলের রাস্তায় পানির কারণে এদিকে কোনো যানবাহন আসছে না। খিলক্ষেত থেকে আমির হোসেন জানান, পুরো খিলক্ষেতের রাস্তা, অলিগলি সব তলিয়েছে বৃষ্টি আর স্যুয়ারেজের পানিতে। প্রায় সব বাড়িঘরের নিচতলায় পানি ঢুকেছে।

আবহাওয়াবিদ আব্দুল মান্নান জানান, বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট নিম্নচাপের কারণে বৃহস্পতিবার থেকে রাজধানীসহ দেশের অনেক জায়গায় বৃষ্টি ঝরছে। এই বৃষ্টি আজও প্রায় দিনভর ঝরবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে রবিবার বৃষ্টি কমে আসবে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দেশের সব সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। পুরান ঢাকা এলাকায় সাধারণত পানি জমে না। তারপরও কিছু এলাকায় হালকা পানি জমেছে। এছাড়া আজ সরকারি ছুটির দিন হওয়ায় সড়কে লোকজনের উপস্থিতি কিছুটা কম দেখা গেছে। রাস্তায় গাড়ি চলাচলও অনেকটা কম দেখা গেছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ২১, ২০১৭ ১০:৫২ পূর্বাহ্ণ