স্পোর্টস ডেস্ক:
দক্ষিণ আফ্রিকায় গিয়ে পারফরম্যন্সের বেহাল দশার সঙ্গে যেন বেড়েই চলেছে বাংলাদেশের চোট সমস্যা। ঊরুর চোট থেকে ফিরে দ্বিতীয় ওয়ানডেতে খেললেও ফের ব্যথা বেড়ে গেছে তামিম ইকবালের। তাই তৃতীয় ওয়ানডেতে তো বটেই টি-টোয়েন্টি সিরিজেও তার খেলা অনিশ্চিত। এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে পড়েন মোস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকায় গিয়েই প্রথম প্রস্তুতি ম্যাচে চোট পান তামিম ইকবাল। প্রথম টেস্ট খেললেও নামতে পারেননি দ্বিতীয় টেস্টে। স্থানীয় চিকিৎসকরা তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন। তামিমকে ছাড়াই তাই প্রথম ওয়ানডেও খেলে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতেই অবশ্য মাঠে নামেন তিনি। তবে ফের আগের জায়গায় ব্যথা বাড়ায় কার্যত সিরিজ থেকেই ছিটকে গেলেন তিনি।
ব্যথা বাড়ায় শুক্রবার ইস্ট লন্ডনে ম্যাচ ভেন্যুতে অনুশীলনও করেননি টাইগার ওপেনার। এখনো আনুষ্ঠানিকভাবে তামিমের ছিটকে যাওয়া নিয়ে জানানো না হলেও দলের ম্যানেজার মিনহাজুল আবেদিন নান্নু তামিমের খেলা নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন। ওয়ানডে সিরিজের আগে পা মচকে সিরিজের বাকি ম্যাচগুলো থেকে ছিটকে যান পেসার মোস্তাফিজুর রহমান। তার বদলে হিসেবে ডেকে পাঠানো হয় শফিউল ইসলামকে।
রোববার (২২ অক্টোবর) ইস্ট লন্ডনে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে নামবে বাংলাদেশ। ২৬ ও ২৯ অক্টোবর দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে দেশে ফেরার কথা বাংলাদেশ দলের।
দৈনিক দেশজনতা /এন আর