১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:৫০

কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক:

বৈরী আবহাওয়ায় কারণে উত্তাল হয়ে উঠেছে পদ্মা। দেশের দক্ষিণ-পূর্ব/পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে।

এ অবস্থায় সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে শুক্রবার বেলা সাড়ে ১১টা থেকে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। বিআইডব্লিউটিএ’র কাঁঠালবাড়ী লঞ্চঘাটের পরিদর্শক এবিএস মাহমুদ এ তথ্য জানিয়েছেন।

এদিকে, লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় দেখা দিয়েছে যাত্রীদের ভিড় ও যানজট।

প্রকাশ :অক্টোবর ২০, ২০১৭ ২:৫৯ অপরাহ্ণ