১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৪

নাভানা সিএনজির ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:

শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের প্রতিষ্ঠান নাভানা সিএনজি লিমিটেড। তবে এ লভ্যাংশ শুধুমাত্র শেয়ারহোল্ডারদের দেয়া হবে। পরিচালকরা কোনো লভ্যাংশ নেবেন না। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এ সময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৩৬ টাকা ৬২ পয়সা। ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১১ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় বসুন্ধরা কনভেনশন হলে শেয়ারহোল্ডারদের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ নভেম্বর।

উল্লেখ্য, নাভানা সিএনজি লিমিটেড গত বছর (২০১৬ সাল) ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

প্রকাশ :অক্টোবর ২০, ২০১৭ ২:৫৪ অপরাহ্ণ