নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা আষাঢ়িয়ার চর এলাকায় থেকে ৯১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১২৯০ পিস ভারতীয় শাড়ি ও লেহেঙ্গাসহ২ জনকে গ্রেপ্তার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে থেকে একটি মাইক্রোবাস থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার বিকেলে কাঁচপুর হাইওয়ে থানার ওসি কায়ুম আলী সরদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লার কোতয়ালী থানার শরিফপুর গ্রামের মৃত রাজ্জাকের পুত্র সাকিব (১৯) ও একই উপজেলার বামরাইল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রবিউল (২২)।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়ুম আলী সরদার জানান, কুমিল্লায় ভারতীয় বর্ডার থেকে চোরাচালানের মাধ্যমে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৩-৪৪৬৪) ৯১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১২৯০ পিছ ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে হাইওয়ে থানার টিআই তৈয়বুর রহমান, এস আই আশরাফ উদ্দীন, এএসআই রিপন, এটিএসআই আমির হোসেনসহ অভিযান চালানো হয়। এসময় প্রায় এক ঘণ্টা ধরে মাইক্রোবাসটিকে ধাওয়া করে মেঘনা আষাঢ়িয়ার চর এলাকার বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে থেকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দৈনিক দেশজনতা/এন এইচ