১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৩

নবীনগর ও বাঞ্ছারামপুর ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী আটক

 ব্রাক্ষনবাড়ীয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার জেলার নবীনগরে ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সলিমগঞ্জ পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই গোলাম সারোয়ারের নেতৃত্বে সংগীয় ফোর্সের সহায়তায় মাদকের বিশেষ অভিযান চালিয়ে বুধবার(১৮/১০)রাত্র দশটার দিকে শ্যামগ্রাম দক্ষিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মাদক ব্যাবসায়ী মো.আরিফ মিয়া(২৫)কে ইয়াবা সহ গ্রেফতার করেছে পুলিশ।আরিফ শ্যামগ্রামের মো.গাবু মিয়ার ছেলে। জানা যায় যে,আরিফ দীর্ঘদিন যাবত ঐ এলাকায় ইয়াবার বড়ি (মাদকের) ব্যাবসা করে আসছে। সলিমগঞ্জ পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই গোলাম সারোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামগ্রাম দক্ষিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মাদক ব্যাবসায়ী আরিফ কে ৫২ পিস,ইয়াবার সহ গ্রেফতার করতে সক্ষম হলেও মো.আলম নামে আরেক মাদক ব্যাবসায়ী পালিয়ে যায়।

নবীনগর থানার অফিসার ইনচার্জ(ওসি)আসলাম সিকদার বলেন,গ্রেফতারকৃত আসামী কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। জেল কারাগারে প্রেরণ করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ২১ হাজার তিনশ’ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪৩ বোতল ফেনসিডিলসহ মনোয়ারা বেগম (৫৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা গত বুধবার দিবাগত রাতে উপজেলার মরিচাকান্দি গ্রামে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। গতকাল বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের পরিচালক মেজর নাজমুল আরেফিন পরাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে মাদক বিক্রেতা মনোয়ারাকে আটক করা হয়। এ সময় তার ঘর থেকে ২১ হাজার তিনশ’ পিস ইয়াবা ও ৪৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে বাঞ্ছারামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

 

প্রকাশ :অক্টোবর ১৯, ২০১৭ ৯:৩০ অপরাহ্ণ